۳ آبان ۱۴۰۳ |۲۰ ربیع‌الثانی ۱۴۴۶ | Oct 24, 2024
মসজিদে নববীতে ইতিকাফে বসার চেয়েও অধিক পছন্দনীয় ‘আমল’

হাওজা / ইতিকাফে বসার থেকে নিজের পরিবার পরিজনের সথে সময় কাটানো উত্তম।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, প্রিয় নবী করীম (সা.) ইরশাদ করেছেন,

جُلُوسُ المَرءِ عِندَ عِيالِهِ أَحَبُّ إِلَى اللهِ مِنِ اعْتكاف في مسجدي هذا.

আমার এই মসজিদে (পবিত্র মদীনার মসজিদে নববী) একজন পুরুষ ব্যক্তির ইতিকাফে বসার চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় হচ্ছে স্বীয় পরিবারের (স্ত্রী, সন্তান-সন্ততি ও পরিজন) পাশে তার বসে থাকা (অর্থাৎ স্বীয় পরিবারকে সঙ্গ দান এবং তাদের সাথে সময় কাটানো)।

[মিযানুল হিকমাহ, খন্ড- ৫, পৃষ্ঠা- ১০১, হাদীস- ৮০৮১]

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের পরিবারের পাশে থাকার এবং প্রশান্তি ও বরকতময় সময় অতিবাহিত করার তাওফিক দান করুক।

تبصرہ ارسال

You are replying to: .